
প্রকৃত নিয়ন্ত্রণরেখার উত্তেজনা কমাতে আজ মুখোমুখি হচ্ছেন ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী। মস্কোতে এস জয়শঙ্কর এবং ওয়াং ই বসবেন বৈঠকে।
দেশটিতে ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’র সম্মেলনে যোগ দিতে গেছেন দুই রাজনীতিক। সেখানেই, সাইডলাইনে হবে দ্বিপাক্ষিক এ বৈঠক।
সোমবারও, পরস্পরের বিরূদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম এবং গোলাগুলির অভিযোগ আনে উভয়দেশ। কোন হতাহতের খবর না মিললেও, একে মারাত্বক বিধিমালা লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে প্রতিবেশী দেশগুলো।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪