সারা দেশস্বাস্থ্য

কারওয়ান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

রূপচাঁদার নামে রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা। পোয়া মাছে মেশানো হচ্ছে ক্ষতিকর কেমিকেল। কারওয়ান বাজারে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নানা অনিয়মের দায়ে ৫ জনকে আলাদা মেয়াদে সাজা দেয়া হয়। ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা জানান, পরিবেশের জন্য ক্ষতিকর রাক্ষুসে মাছ চাষাবাদ ও পোনা উৎপাদন নিষিদ্ধ করা হলেও, অতি মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ মাছ বিক্রি করছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র উঠে আসে।

পিরানহা মাছ দেখতে অনেকটা রূপচাঁদা মাছের মত। সারা বিশ্বে এই মাছটি হিংস্র, রাক্ষুসে এবং মানুষখেকো মাছ হিসেবে পরিচিত। তাই, সরকার পিরানহা মাছকে ২০০৮ সালে চাষ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে।

এই পরিস্থিতিতে মৎস্য অধিদপ্তরের সহায়তায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কাওরান বাজারের মাছের আড়তে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ জব্দ করে।

এদিকে, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘এর আগেও এই বাজারে অভিযান করে তাদের শাস্তির আওতায় আনা হয়েছিলো। তারপরেও এই লোকজন এগুলো করে যাচ্ছে। এই পিরানহা মাছ বাজারে, বিশেষ করে হোটেলে রূপচাঁদা মাছ বলে বিক্রি হয়, এমনকি বাজারেও বিক্রি করা হয়। এটি এমনি মাছ যে অন্যান্য মাছকে খেয়ে ফেলে এমনকি এটি মানুষকে পর্যন্ত কামড়ায় এবং ক্ষতিকর। সে কারণে এটি চাষ, পরিবহন এবং বিক্রয় নিষিদ্ধ।

এছাড়া, ক্রেতা আকৃষ্ট করতে মাছে ক্ষতিকর জেলি ও রং মিশিয়ে মাছ বিক্রির অভিযোগেও জরিমানা করা হয় কয়েকজন মৎস্য ব্যবসায়ীকে।

রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button