
রাজধানীর গুলশান এক নম্বরে অবস্থিত গুলশান শপিং সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর রাত ৩টা ২০ এর দিকে হঠাৎই আগুন লাগে গুলশান শপিং সেন্টারে। ভবনের ছয়তলা থেকে ধোঁয়ার কুণ্ডুলি দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। ছুটে আসেন উদ্বিগ্ন দোকানিরা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, ছয়তলার একটি গার্মেন্টসের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়।এর আগে মার্কেটটিতে আরো দুবার অগ্নিকাণ্ড হয়।
ব্যবসায়ীরা জানান, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে মালিক সমিতি রাতের বেলা বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ কারণে শর্টসার্কিট থেকে আগুন লাগার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা। অনেকে নাশকতার অভিযোগ করেছেন।