আন্তর্জাতিক

করোনা আক্রান্ত ব্যক্তিকে গুলি করে মারার নির্দেশ উত্তর কোরিয়া।

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

মহামারি করোনা ভাইরাসে বিধ্বস্ত পুরো দুনিয়া। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই করোনা আঘাত হেনেছে। প্রতিদিনই জানা যাচ্ছে দেশভিত্তিক করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান। শুধু ব্যতিক্রম একটি মাত্র দেশ। তার নাম উত্তর কোরিয়া। তার কারণ সেই দেশের প্রধান কিম জং উন। তাঁর অঙ্গুলিহেলনে গোটা দেশ চলে।

কে কী খাবেন, কে কী পরবেন, এমনকী কে কেমন চুল কাটবেন তাও ঠিক করে দেন কিম। তাই কতজন করোনায় আক্রান্ত হলেন এই দেশে বা মারা গেলেন কতজন কেউ তা জানে না। কারণ এই বিষয়ে রয়েছে কঠোর নির্দেশনা। এমন অবস্থায় উত্তর কোরিয়ায় করোনা নিয়ে একটি তথ্য ফাঁস করে দিলেন এক মার্কিন সেনাকর্তা। তার দাবি, সংক্রমণ রুখতে করোনা আক্রান্তদের গুলি করে মারছে পিয়ংইয়ং।

সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এনেছেন দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাবাহিনীর কমান্ডার রবার্ট আব্রাহাম। বৃহস্পতিবার ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ আয়োজিত একটি অনলাইন কনফারেন্সে অংশ নেন আব্রাহাম।

সেখানেই তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ রুখতে এক মর্মান্তিক পদ্ধতি অবলম্বন করেছেন উত্তর কোরিয়ার স্বৈরাচারি শাসক কিম জং উন। করোনা আক্রান্ত কোনও ব্যক্তির চিকিৎসার বদলে, দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন তিনি। এর জন্য একটি বিশেষ বাহিনীও তৈরি করেছে কিমের দেশ। তারাই করোনা আক্রান্তকে গুলি করে হত্যার দায়িত্বে।

জুন মাসে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও সেদেশের সরকারি সংবাদমাধ্যমে ঘোষণা করা হয়। এর পাশাপাশি চিন সীমান্তের ২ কিলোমিটার আগে নতুন বাফার জোন তৈরি করা হয়। এর ফলে সীমান্ত দিয়ে চোরাচালান অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে। তার প্রভাব পড়েছে জিনিসপত্রের দামে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ১৯ হাজার ৭০৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ১২২ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৫ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।

রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button