
স্বামীহারা এক নারী নাম তার নিহার বেগম। তার তিন ছেলে, কোন মেয়ে নাই। বড় ছেলের নাম আগুন, আগুন মদ খোর গাজা খোর অসহায় মা ভাইকে ফেলে সেই চলে গেছে। আজও ফিরে আসেনি। বেঁচে আছে কিনা মরে গেছে তাও জানেনা অসহায় এই মা। মেজো ছেলে সুমন, সুমন গত বছর এসএসসি পরীক্ষা দেওয়ার পর বন্ধুর মোটরসাইকেলে চড়ে সেও মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়।
আর ছোট ছেলের নাম জীবন। নাম তার জীবন হলেও আসলে জীবনটা সুখের নয় কষ্টের। জন্ম থেকেই প্রতিবন্ধী সে । নেই কোন চাওয়া পাওয়া। শুধু তিন বেলা খেয়ে না খেয়ে একটু বেঁচে থাকার স্বপ্ন দেখে এই জীবন। জীবন ভালো করে কথা বলতে পারে না, হাঁটতে পারে না। জীবন শুয়ে থেকে আর চেয়ারে বসে থেকে পার করে প্রতিটি দিন প্রতিটি রাত। এই হলো জীবনের কষ্টের জীবন কাহিনী।
নিহার বেগম জীবনকে নিয়ে তার বোনের বাড়িতে থাকেন। তার নিজের কোনো বাড়ি নেই ঘর নেই জমিজমা নেই। মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে জীবনকে খাওয়ান পড়ান। এবং নিজেও খেয়ে বাঁচেন। জীবন সরকারি প্রতিবন্ধী ভাতা ছাড়া আর কিছুই পায় না। তাও ৬ মাস পরপর ৭৫০ টাকা। এই টাকা দিয়ে কি আর নেহার বেগমের প্রতিবন্ধী ছেলেকে নিয়ে সংসার চলে, চলে না। এভাবেই কি কাটবে, প্রতিবন্ধী ছেলেকে নিয়ে নিহার বেগমের বাকী জীবন।
মানুষ মানুষের জন্য। এই কথা মনে করে আসুন আমরা যারা পারি তাকে সাহায্য করি। জীবনের জীবন টাকে আরো সুন্দর করি। যোগাযোগের
ঠিকানা
নামঃ নিহার বেগম
স্বামীঃ শওকত
গ্রামঃ নতুন পাড়া
পোস্ট / থানাঃ শিবালয়
জেলাঃ মানিকগঞ্জ
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪