
বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজারের কাছাকাছি প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৯ লাখ ২৪ জাজার ৫৮ জন। এছাড়া নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭শ’য়ের বেশি। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ৮৯ লাক ৩০ হাজার ১৭৭ জনে।
গেলো কয়েকদিনের মতোই প্রাণহানি আর সংক্রমণের শীর্ষে ভারত। করোনাভাইরাসে আবারও ১১শ’য়ের বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৪ হাজারের বেশি।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪