
করোনায় আক্রান্ত হয়ে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকাই সিনেমার গুণী অভিনেতা সাদেক বাচ্চু। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে বরেণ্য এ অভিনেতাকে হারিয়ে শোক প্রকাশ করছেন তার ভক্ত ও অনুরাগীরা।
প্রবীণ এ অভিনেতাকে হারিয়ে চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘চলচ্চিত্রের অপরণীয় ক্ষতি হয়ে গেল। মাথার উপরে ছাতা হয়ে ছিলেন। তার চলে যাওয়ায় আমাদের চলচ্চিত্র অঙ্গনে আরেকটি তারার পতন হলো। গভীর শোক প্রকাশ করছি।’
বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতি অমিত হাসান বলেন, ‘সাদেক বাচ্চু ভাইয়ের সাথে অনেক কাজ করেছি। গুণী একজন মানুষ ছিলেন। তার চলে যাওয়ার খবরটা শুনে খুব কষ্ট পেয়েছি।
এর আগে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সাদেক বাচ্চুকে। হাসপাতালে ভর্তির পর করোনা পরীক্ষা করালে শুক্রবার (১১ সেপ্টেম্বর) তার করোনা পজিটিভ আসে।পরে অবস্থার অবনতি ঘটলে অভিনেতাকে ঢামেক থেকে ইউনিভার্সালে স্থানান্তরিত করা হয়।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪