শ্রীলঙ্কা বোর্ডের শর্ত মেনে টেস্ট খেলা সম্ভব নয়: বিসিবি সভাপতি
বার্তা সম্পাদক : মেহেদী হাসান

লঙ্কান বোর্ডের শর্ত মেনে টেস্ট খেলা সম্ভব নয়, পরিস্থিতি এমন থাকলে শ্রীলঙ্কা সফরে যাবে না ক্রিকেট দল। এক বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার মিরপুরে বিসিবিতে জরুরি সভায় মিলিত হন পরিচালকরা। সভা শেষে বিসিবি সভাপতি জানিয়েছেন, শ্রীলঙ্কান বোর্ড দ্রুত বাংলাদেশের আপত্তির ব্যাপারে জবাব না দিলে ঘরোয়া লিগ চালু করবে বিসিবি।
টানা ১৪ দিন হোটেলে কোয়ারেন্টাইন করা খেলোয়াড়দের শুধু ফিটনেস নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও অন্তরায়। এমন পরিস্থিতিতে সফর করা বাস্তবসম্মত নয় বলে দাবি বিসিবি সভাপতির।
এ বিষয়ে রোববার বোর্ড পরিচালক ও এইচপি প্রধান নাইমুর রহমান দুর্জয় জানিয়েছিলেন, আমরা ৭ দিনের বেশি কোয়ারেন্টিনে থাকার পক্ষে নই। লঙ্কান বোর্ডকে এটি জানিয়ে দেয়া হয়েছে এবং আমরা তাদের মতামতের অপেক্ষায় আছি। তাদের অবস্থান না জানা পর্যন্ত সফরের জন্য স্কোয়াডও ঘোষণা করা হবে না।