
ভারতীয় পিয়াজ বাংলাদেশে রপ্তানি বন্ধ ঘোষণা করার একদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। দেশের খুচরা বাজারে আজ পিয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা। তবে পাড়া-মহল্লার দোকান গুলোতে হাত ঘুরে বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা।
পিয়াজের বাড়তি দামে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা ও বিক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, বাজারে পিয়াজের সংকট না থাকলেও ইচ্ছে করেই দাম বাড়ানো হয়েছে। তবে বিক্রেতাদের দাবি, বাজারে পিয়াজের সংকটে দাম বেড়েছে।
গত বছরও ভারত হুট করে পিয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছিল। এতে বাংলাদেশে পিয়াজের দাম বেড়েছিল হু হু করে। সেসময় খুচরা বাজারে রেকর্ড ৩০০ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি হয়েছে। এবার পিয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পরপরই দেশের খুচরা বাজারে দাম বাড়তে শুরু করেছে।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪