
৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে নাটকীয়ভাবে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ৩০২ রানের জবাবে ক্যারি-ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে দু’বল আগেই জয়ের বন্দরে পৌঁছায় অজিরা।
ম্যানচেস্টারে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে ইংল্যান্ড।জবাব দিতে নেমে ওকস-রুটদের বোলিংয়ে ৭৩ রান তুলতেই ৫ টপ অর্ডারকে হারায় অজিরা।
তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যায় অ্যালেক্স ক্যারি-ম্যাক্সওয়েল জুটি। দু’জনেই শতক হাকিয়ে গড়েন ২১২ রানের জুটি। ক্যারি ১০৬ আর ম্যাক্সওয়েল ১০৮ রানে থামলেও, শেষ পর্যন্ত ২ বল আর ৩ উইকেট হাতে রেখেই জয় পায় অস্ট্রেলিয়া। সিরিজ ও ম্যাচ সেরা ম্যাক্সওয়েল।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪