জাতীয়সারা দেশ

সাভারে যাত্রীবাহী বাস খাদে আহত:১৫জন

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

সাভারে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে চালক হেলপার ও যাত্রীসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

তবে আহতদের মধ্যে ৩ জনের অবস্থায় গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে রাজধানী ঢাকা থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসা নীলাচল পরিবহনের বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে গেলে অন্তত ১৫ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button