
এই মৌসুমেই বার্সেলোনা ছাড়তে হবে তাকে, এতদিনে বিষয়টি দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে গেছে। তবে কোথায় ঠাঁই হচ্ছে তার, সেটিই ছিল অমীমাংসিত। স্প্যানিশ গণমাধ্যমে খবর, দেশটিতেই থাকছেন তিনি। তবে বার্সেলোনা ছেড়ে যোগ দিচ্ছেন অ্যাতলেটিকো মাদ্রিদে!
নতুন কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব নেয়ার পরই সুয়ারেজকে ফোনকলে জানিয়ে দেন, তার পরিকল্পনায় থাকবেন না এই উরুগুইয়ান ফরোয়ার্ড। বার্সার সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতাকে এই মৌসুমেই বিকল্প ঠিকানা খুঁজে নেয়ারও পরামর্শ দেন কোম্যান। এরপরই তার সম্ভাব্য গন্তব্য হিসেবে বিভিন্ন ক্লাবের নাম উঠে আসে। এরমধ্যে সবচেয়ে জোরালো গুঞ্জনটা ছিল য়্যুভেন্তাস। লিওনেল মেসিকে ছেড়ে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে খেলতে যাচ্ছেন সুয়ারেজ, এমন গুঞ্জন মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল ইউরোপিয়ান গণমাধ্যমে।
সম্প্রতি ইতালির পাসপোর্টের জন্য আবেদনও করেছিলেন সুয়ারেজ। তবে জানা গেছে, ভাষাগত সমস্যার কারণে শেষপর্যন্ত ইতালির পাসপোর্ট পাননি এই উরুগুইয়ান ফরোয়ার্ড। তাই য়্যুভেন্তাস কোচ আন্দ্রে পিরলোও জানিয়ে দিলেন, অন্ততঃ এই মৌসুমে ক্লাবটিতে ঠাঁই হচ্ছেনা সুয়ারেজের। তার পরিবর্তে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতাকে কিনতে চায় য়্যুভরা।
এরপরই লাইমলাইটে চলে আসে অ্যাতলেটিকো মাদ্রিদ। তারাই দলে ভিড়িয়ে নেয় সুয়ারেজকে। স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো বলছে, আগামী ২ বছরের জন্য সুয়ারেজের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে মাদ্রিদের ক্লাবটি।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪