অর্থনী‌তিসারা দেশ

কমছে স্বর্ণের দাম

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

দুই দিনের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৪৭ ডলার , প্রতি ভরিতে কমেছে প্রায় সাড়ে ১৯ ডলার।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা যায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ১৯০২.২৭ ডলারে; যা আগের দিনের তুলনায় ১০.৪৯ ডলার কম। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বর্ণের আন্তর্জাতিক বাজারে লেনদেন শেষ হয়েছিল ১৯১২.৭৬ ডলারে। এদিন, বেশ বড় পতনের মুখে পড়েছিল স্বর্ণের দাম। একদিনেই প্রতি আউন্সে ৩৭.২৪ ডলার দাম কমেছিল স্বর্ণের দাম। অর্থাৎ দেড় দিনেই ৪৭ ডলার কমেছে প্রতি আউন্স স্বর্ণের দাম।

এর আগে (১৮ সেপ্টেম্বর) প্রতি আউন্স স্বর্ণের সর্বশেষ দাম ছিল ১৯৫০ ডলার। এদিন, বাজারে প্রতি আউন্সে দাম বাড়ে ৪.৯৪ ডলার। ১৭ সেপ্টেম্বর প্রতি আউন্স স্বর্ণের সবশেষ দাম ছিল ১৯৪৫.০৬ ডলার। এদিন, স্বর্ণের দামের বেশ বড় ধরনের পতন হয়। আগের দিনের তুলনায় ১৩.৬৯ ডলার কমে এক আউন্স স্বর্ণের দাম। ১৬ সেপ্টেম্বর ১৯৫৮.৭৪ ডলারে থামে স্বর্ণের দাম। দিন শেষ স্বর্ণের দাম বাড়ে ৩.১৫ ডলার।

রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button