
জয় দিয়ে ইতালিয়ান লিগ শুরু করলো এসি মিলান। ইব্রাহিমোভিচের জোড়া গোলে ব্লোগনাকে ২-০ গোলে হারিয়েছে মিলান।
ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে এসি মিলান। তবে সাফল্য আসে ৩৫ মিনিটে।
হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন ইব্রাহিমোভিচ। তবে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ হাত ছাড়া করেন তিনি। য়্যুভেন্টাস, নাপোলির মত জান্টদের পাশাপাশি জয় দিয়ে নতুন মৌসুম শুরু করলো এসি মিলানও।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪