
দিনাজপুরের চালের বাজার আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। গত তিনদিনে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম ২ টাকা থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত থাকলেও চালের বাজার বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে মিলারদের সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
তাদের দাবি, মিলারদের কাছে ধান এবং চাল মজুত থাকায় সংকট নেই। তবুও দাম বাড়ানোয় খুচরা ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ ক্রেতারও দুর্ভোগ বেড়েছে। দিনাজপুরে স্বর্ণা, গুটিস্বর্ণা, মিনিকেট, বি-আর ২৮, বি-আর ২৯ এবং নাজিরশাইল চাল প্রতি বস্তায় ১০০ থেকে ১৮০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
পাইকাররা আরো বলছেন, হঠাৎ ধানের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। এতে চালের দামও বেড়ে গেছে বাজারে। হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪