
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াবাধা গ্রামে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, ঘটনাটি গত বুধবার ঘিওরের বালিয়াবাধা গ্রামের ভুক্তভোগী ওই ছাত্রীর প্রতিবেশি রাজিবের বাড়িতে ঘটেছে। ভুক্তভোগীর বাড়ির টিউবওয়েল নষ্ট থাকায় প্রতিবেশি রাজিবের বাড়িতে পানি আনতে যায় সে। এ সুযোগে ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে জোর পূর্বক ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে। তবে গত সোমবার এ বিষয়টি জানাজানি হলে ওই স্কুল ছাত্রীর বাড়িতে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগী স্কুল ছাত্রী ও তার পরিবার ধর্ষণের অভিযোগ করেন।
পরে ওই স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার জন্য ঘিওর থানায় নিয়ে আসা হয়। একই সাথে অভিযান চালিয়ে ধর্ষক রাজিব ও তার বাবা-মা এবং এলাকার মাতব্বর তমিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। ধর্ষণের ঘটনাটি ভুক্তভোগী পরিবারকে টাকা পয়সা দিয়ে আপোষ মিমাংসা ও ধামাচাপা দেয়ার অভিযোগে সহযোগি আসামী হিসেবে ধর্ষকের বাবা-মা ও মাতব্বরকে গ্রেফতার করা হয়েছে।
I am not sure where you’re getting your information, but good topic.
I needs to spend some time learning more or
understanding more. Thanks for fantastic information I was looking for
this info for my mission.