
২০৩০ সালের মধ্যে যানজট নিরসনে ৬টি মেট্রোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে ভিডিও কনফারেন্সে মেট্রোরেল প্রকল্পের উদ্যোগে নির্মিত ফিল্ড হাসপাতাল উদ্বোধনের সময় মন্ত্রী আরও জানান, ১ শত ২৮ কিলোমিটার রুট নির্মাণ করা হবে, যার ৬৭ কিলোমিটার হবে উড়াল পথে এবং ৬১ কিলোমিটার হবে পাতাল পথে।
এসময় ওবায়দুল কাদের বলেন মহামারি করোনাভাইরাস মানুষের জীবনের মতো মেট্রোরেলেরও সবকিছু ওলট-পালট করে দিয়েছে।
মন্ত্রী আরও বলেন, মেট্রোরেলের সাথে সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতাল নির্মাণসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে।করোনাভাইরাস প্রতিরোধে আবারও সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আগামী শীতে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে পারে। এখন থেকেই আমাদের সবাইকে সচেতন হতে হবে।গড়ে তুলতে হবে প্রতিরোধ ব্যবস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও শীতের সময়ে সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন। এ সংক্রমণ রোধে সতর্কতা ও সচেতনতাই হবে কার্যকর হাতিয়ার।’
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪