সারা দেশ

ভারী বর্ষণে তিস্তার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত : লালমনিরহাট

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি আজ সকাল ৯টা থেকে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড।

তিস্তা ব্যারাজ কন্টোল রুম সূত্র জানায়, গতকাল বুধবার রাত থেকে তিস্তার পানি বাড়তে থাকে।

এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ী, খগাখড়িবাড়ী, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি ও গয়াবাড়ী ইউনিয়নের প্রায় ১৫টি চরের মানুষজন বন্যাকবলিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন ওই সব ইউনিয়নের জনপ্রতিনিধিরা।জেলা প্রশাসন পানিবন্ধি মানুষজনের জন্য ১১৫ মেট্রিক টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। পানিবন্ধি মানুষজনের তালিকা প্রস্তুতের কাজ চলছে।

লালমনিরহাট প্রতিনিধি
আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button