আন্তর্জাতিকইসলাম

পবিত্র ওমরাহ পালনের অনুমতি দিলেও শেষ করতে হবে মাত্র ৩ ঘন্টায়!

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

মুসলমানদের পবিত্র ওমরাহ পালনের জন্য মাত্র তিন ঘণ্টা সময় বেঁধে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মহামারি করোনার কারণে বেশ কিছু দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে আবারো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সৌদি আরব। তবে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় আগের মত অবাধ বিচরণের সুযোগ আর থাকছ না।

আগামী ৪ অক্টোবর থেকে আগ্রহীরা ওমরাহ পালন করতে পারবেন। তবে ওমরাহ পালনকারী প্রতিটি দলের জন্য নির্ধারিত সময় মাত্র তিন ঘণ্টা। তিন ধাপে পর্যায়ক্রমে মুসল্লিদের এ সুযোগ দেয়া হবে।

আরব নিউজের খবরে বলা হয়, প্রথম ধাপে কেবল সৌদিতে অবস্থানরত ব্যক্তিইরাই এ সুযোগ পাবেন। বিশেষায়িত অ্যাপের সাহায্যে এবার ওমরাহ আদায়ের পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।

প্রতি এক হাজার লোক ওমরাহ আদায়ের জন্য তিন ঘণ্টা সময় পাবেন। সাধারণ ধারণক্ষমতার ৩০ ভাগ তথা ছয় হাজার লোক প্রতিদিন ওমরাহ আদায়ের সুযোগ পাবেন।

আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় স্তরে ওমরাহ পালন। ধারণ ক্ষমতার ৭৫ ভাগ তথা ১৫ হাজার লোক ওমরাহ ও ৪০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবেন। এরপর এক নভেম্বর থেকে তৃতীয় স্তরে ২০ হাজার লোক ওমরাহ ও ৬০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবেন।

রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button