
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ হারতে হয়েছে কোহলির দলকে। ম্যাচ হারই নয় শুধু, সেই ম্যাচে জরিমানাও গুণতে হয়েছে। স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিকে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে বোলিং শেষ করতে দেরি হবার কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে তাকে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। নির্ধারিত সময়ের চেয়ে দেরি করে ইনিংস শেষ করায় জরিমানার গুণতে হতে হচ্ছে কোহলিকে।
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষের সেই ম্যাচটির প্রথম ইনিংস শেষ করতে প্রায় দুই ঘণ্টা লাগিয়েছিলেন কোহলি। যার ফলে আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন তিনি। আর এ কারণেই দোষী সাব্যস্ত হন কোহলি।
তবে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নেয়া এটিই প্রথম নয়। এর আগেও আইপিএলে অনেক ম্যাচই নির্ধারিত সময় অনেক বেশি লাগছে। দুবাইয়ের আবহাওয়া এর অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে।
রিপোর্ট : আওয়ার বাংলাদেশ নিউস ২৪