বি‌নোদন

এক রাতের জন্য কত টাকা নেন? যা বললেন স্বস্তিকা

শেয়ার করুনঃ

জনপ্রিয় সাহসী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আলোচনা যেন তার পিছুই ছাড়েনা।

সোশ্যাল সাইটে তাকে আক্রমণ করে আসে নানা বিতর্কিত মন্তব্য। আর তার উত্তরে কোন দ্বিধা না রেখে কাটছাট উত্তর দিয়ে ভক্তদের তারিফ কুড়িয়ে নেন এই অভিনেত্রী।

এবার তন্ময় ঘোষ নামের এক ব্যবহারকারী স্বস্তিকার একটি ছবিকে কেন্দ্র করে তাকে এক রাতের জন্য কত টাকা নেন ? এমন প্রশ্ন করেন।

উত্তরে বেশ কড়া করেই জবাব দেন স্বস্তিকা। তন্ময়ের ওই আপত্তিকর টুইটের জবাবে স্বস্তিকা লিখেন ‘আপনার সেই সামর্থ্য নেই স্যার। বিনামূল্যে কেবল কল্পনা করতেই পারেন। এটাই চেষ্টা করুন।

স্বস্তিকার এমন উত্তরে তার ভক্তরা তার প্রশংসায় মেতেছেন ।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button