“অ্যাভাটর ২”নিয়ে আসছেন কিংবদন্তি পরিচালক জেমস ক্যামেরন

টাইটানিক সিনেমা দিয়ে দুনিয়া কাঁপিয়েছিলেন জেমস ক্যামেরন। তারপর ২০০৯ সালে একটি বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী নির্ভর সিনেমা ‘অ্যাভাটর’ নিয়ে হাজির হন তিনি। অ্যাভাটর মুক্তির পর দুনিয়াব্যাপী সাফল্যের ঝড় তুলে। অস্কার জয়ী পরিচালক জেমস ক্যামেরন এবার আসছেন ‘অ্যাভাটর ২’ নিয়ে।
বিষয়টি অবশ্যই ভক্তদের জন্য সুখবরই বটে। সম্প্রতি ‘টারমিনেটর’খ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের সঙ্গে এক আলাপচারিতায় জেমস জানিয়েছেন, ছবিটির সিকুয়াল নির্মাণের প্রস্তুতি শেষ হয়েছে।
জেমস ক্যামেরন বলেন, করোনার কারণে সিনেমাটির কাজ শুরু করতে চার মাসের বেশি সময় দেরি হয়ে গেছে। আমরা শিগগিরই বায়ো বাবল সুরক্ষায় পুরোদমে কাজ শুরু করবো। আর সিনেমার শুটিং শেষ হবে ২০২২ সালে। একই বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দেয়ার ইচ্ছা রয়েছে। এবারের পর্বতে ভিএফএক্সের চোখ ধাঁধানো কাজ দেখানো হবে, যা ইতোপূর্বে দেখেনি কেউ।
প্রসঙ্গত, জেমস ক্যামেরনের রচনা ও পরিচালনায় ২০০৯ সালে মুক্তি পায় বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী “অ্যাভাটার”
আওয়ার বাংলাদেশ নিউস ২৪