Uncategorizedজাতীয়
ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠক।
বার্তা সম্পাদক : মেহেদী হাসান

ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি স্বাভাবিক না হলে ভার্চুয়ালি এই বৈঠক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ড. মোমেন সোমবার (২৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানান,এটি হবে ভার্চুয়াল বৈঠক। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে ডিসেম্বরে মুখোমুখি বৈঠকও হতে পারে।
বৈঠক সম্পর্কে বিস্তারিত না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আভাস দেন ডিসেম্বরে আলোচনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সই হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রীআরো বলেন,ভারত আমাদের প্রতিবেশী ও ভালো বন্ধু।
আওয়ার বাংলাদেশ নিউস ২৪