অর্থনী‌তিসারা দেশ

মিনিকেট ও মাঝারি চালের মূল্য নির্ধারণ : খাদ্য মন্ত্রণালয়।

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

দেশের মিলগেটে মিনিকেট চাল ও মাঝারি চালের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চালকল মালিক, পাইকারি ও খুচরা চাল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে এমন সিদ্ধান্ত হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে এ দাম কার্যকর হবে। এর ব্যত্যয় ঘটলে ১০ দিনের মধ্যে সরু চাল আমদানি করা হবে। একইসঙ্গে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনোক্রমেই আগামী একমাস (অক্টোবর) চালের দাম বাড়ানো যাবে না বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

নতুন দর অনুযায়ী, প্রতিকেজি সরু চাল ৫১ টাকা ৫০ পয়সা ও প্রতি ৫০ কেজির বস্তা ২ হাজার ৫৭৫ টাকায় বিক্রি করতে হবে। মাঝারি মানের চাল প্রতিকেজি ৪৫ টাকা ও বস্তা ২ হাজার ২৫০ টাকায় বিক্রি করতে হবে।

গতকাল অর্ধশতাধিক চালকল মালিক ও চাল ব্যবসায়ীর সঙ্গে প্রথম বৈঠক শেষে খাদ্যমন্ত্রী ১৫ দিন আগে বাজারে চালের যে দাম ছিল, সেই দামে পুরো অক্টোবর মাস এই খাদ্যশস্য বিক্রি করতে নির্দেশ দিয়েছিলেন। পরের বৈঠকের পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে চালের দাম নির্ধারণ করে দেন তিনি।

মন্ত্রী বলেন, কেউ নতুন দামে চাল বিক্রি না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসময় মিলমালিকরা বলেন, আপাতত পুলিশ পাঠাইয়ে না। আমরা ব্যবস্থা নিচ্ছি।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button