আন্তর্জাতিক

ট্রাম্পের পর রিপাবলিকান শিবিরেও করোনার হানা

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্তের পর, প্রচারণা শিবির-রিপাবলিকান পার্টি এবং সংবাদকর্মী’সহ ২০ জনের বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড নাইনটিন।

মার্কিন শীর্ষ গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গেলো ২৬ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটের মনোনয়ন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবাই। করোনা শিষ্টাচার উপেক্ষা করে, হোয়াইট হাউসে ছিলো দুই শতাধিক মানুষের সমাবেশ। শুধু তাই নয়, অনেক’কেই করমর্দন ও কোলাকুলি করতে দেখা গেছে।

এদেরমধ্যে উল্লেখযোগ্য- নিউজার্সির সাবেক গর্ভনর ক্রিস ক্রিস্টি, রিপাবলিকান সিনেটর রন জনসন, রোনা ম্যাক-ড্যানিয়েল, মাইক লি, থম টিলিস এবং হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা কেলিন কনওয়ে। এছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা শিবিরের বর্তমান ম্যানেজার বিল স্টিফেনও রয়েছেন তালিকায়।
ফলে, ১৯ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে সিনেটের কার্যক্রম।


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button