Uncategorized

ধর্ষণকে রাজনৈতিক রূপ দিলে বিচার বাধাগ্রস্ত হতে পারে : ওবায়দুল কাদের।

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাকে রাজনৈতিক রূপ দিলে বিচার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রতিবাদের প্রয়োজন নেই, কারণ রাজনৈতিক ইস্যু করার আগেই প্রতিটি ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এসব ঘটনার সঙ্গে দায়ীরা যত বড় প্রভাবশালী হোক না কেন, কেউ রেহাই পাবে না। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি নারী নির্যাতন ও হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ধর্ষণ ও নারী নির্যাতন সামাজিক ব্যাধি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এসব ঘটনা নিয়ে রাজনীতি না করে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। আর দলীয় পরিচয় রক্ষাকবচ হতে পারে না।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button