খেলাধুলা

ফের প্রশ্নবিদ্ধ সুনিল নারিনের বোলিং অ্যাকশন

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

সুনিল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে আবারো প্রশ্ন উঠল। আইপিএলে শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগে কলকাতা নাইট রাইডার্স তারকার বিরুদ্ধে রিপোর্ট করেছেন আম্পায়াররা।

শনিবার রাতে আইপিএল টুর্নামেন্ট কমিটির পক্ষে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে আপাতত টুর্নামেন্টে বল করতে পারবেন নারিন।

এর আগে ২০১৫ সালে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে রিপোর্ট করা হয়েছিল তার বোলিং অ্যাকশন। এছাড়া ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে দুইবার রিপোর্টের মুখে পড়েন তিনি। যে কারণে কিছু ম্যাচ খেলতে পারেননি এই ক্যারিবিয়ান স্পিনার।

তবে বোলিং অ্যাকশন শুধরে ২০১৫ বিশ্বকাপে ফেরেন নারিন। তাতেও দূর হয়নি সন্দেহ। একই বছর আইপিএলে আবারও সন্দেহের তালিকায় উঠে যায় তার নাম। পুনরায় পরীক্ষা দিয়ে তিনি পাস করেন। তবে তাকে দেয়া হয় চূড়ান্ত সতর্কতা।

বারবার শুধরে নিয়েও বিতর্ক পিছু ছাড়ছে না কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই স্পিনারের। চলতি আইপিএলেও তাকে পড়তে হলো প্রশ্নের মুখে।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button