সারা দেশস্বাস্থ্য

বাড়িতেই যেভাবে তৈরি করবেন হ্যান্ড স্যানিটাইজার

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

করোনা মহামারী আতঙ্কে বাজারে দুষ্প্রাপ্য হয়ে উঠেছে হ্যান্ড স্যানিটাইজার। চাহিদা বাড়ার সঙে কমছে যোগান। যাও কিছু পাওয়া যাচ্ছে তার জন্য দিতে হচ্ছে চড়ামূল্য। সে হিসেবে বিশেষজ্ঞদের মতে, ইথাইল অ্যালকোহল বেসড কোনো স্যানিটাইজারই এ বিপদের বন্ধু হতে পারে। বা হ্যান্ড স্যানিটাইজার না কিনতে চাইলে, বাড়িতেও বানিয়ে নেয়া যেতে পারে।

বাড়িতে যেভাবে তৈরি করবেন?

বাজারে যে কোনো হার্ডওয়ারের দোকানে আইসোপ্রোপাইল অ্যালকোহল কিনতে পাওয়া যায়। কেনার সময় ৯০ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল বা রাবিং অ্যালকোহল রয়েছে এমন মিশ্রণ দেখে কিনুন। ঘরে বসে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে, প্রথমেই একটি বোতলে ৭৫০মিলি আইসোপ্রোপাইল অ্যালকোহল নিন। এতে ২ মিলি হাইড্রোজেন পার অক্সাইড যোগ করুন। মিশ্রণটিতে ১৫ মিলি গ্লিসারিন মিশিয়ে নিন। ২০০ মিলি ডিস্টিলড ওয়াটার অর্থাৎ ফুটিয়ে ঠান্ডা করা পানি মেশান। আলকোহলের গন্ধ যাতে না ছড়ায় এজন্য যোগ করুন ২৫/৩০ মিলি যেকোনো ধরণের সুগন্ধি বা অ্যাসেন্সিয়াল অয়েল। সব উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্প্রে বোতলে ভরে ব্যবহার করুন। (উৎসঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ঘরে কিংবা বাইরে সবসময় নিজের সাথে হ্যান্ড স্যানিটাইজার রাখুন। নিজেকে ও আশেপাশের সবাইকে নিরাপদ রাখতে একঘণ্টা পর পর বাড়িতে বানানো এ স্যানিটাইজারটি ব্যবহার করুন।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button