জাতীয়বি‌নোদনসারা দেশ

কাশবন থেকে ২১ কিশোর-কিশোরী আটক:গাজীপুর

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরের আশপাশের কাশবন ও টং দোকানে অভিযান চালিয়ে সোমবার বিকেলে (১২ অক্টোবর) ২১ কিশোর-কিশোরীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৫ কিশোরকে ৯ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা।এ বিষয়ে ইসমত আরা জানান, ধর্ষণ ও যৌন হয়রানী রোধে কাপাসিয়ার বিনোদন কেন্দ্র ও হোটেল-মোটেলে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে উপজেলা শহরে কয়েকটি দোকান ও কাশবনে অভিযান চালানো হয়। পরে আপত্তিকর অবস্থায় ছবি উঠানো ও আড্ডা দেয়া অবস্থায় ১৫ জন কিশোর ও ৬ জন কিশোরীকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ কিশোরকে ৯ হাজার ৪০০ টাকা জরিমানা এবং কিশোরীদের অভিভাকদের হাজির করে সতর্ক করার পর মুচলেকা নিয়ে তাদের হস্তান্তর করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি ক্যামেরা জব্দ করা হয়েছে। তাদের সকলের বয়স ১৫ বছর থেকে ১৮ বছরের মধ্যে।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button