খেলাধুলা

ঝড়ো ইনিংসে গেইলকে ছাড়িয়ে গেলেন এবি ডি ভিলিয়ার্স।

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আরও একবার জ্বলে উঠেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কলকাতা বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন তিনি। প্রমান করেছেন বয়স বাড়লেও এখনো ফুরিয়ে যাননি। এমন পারফরম্যান্সের পর জয় পেয়েছে তার দলও। কলকাতাকে ৮২ রানে হারিয়েছে বেঙ্গালুরু। আর তাতেই তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে উঠে এসেছে তৃতীয় স্থানে। দিল্লি ও মুম্বাইয়ের সমান ৭ ম্যাচ খেলে পাঁচ জয় পেলেও রান রেটে পিছিয়ে আছে তারা।

কলকাতাকে হারানোর দিনে ৫ চার ও ৬ ছক্কায় ৩৩ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ভিলিয়ার্স। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি। আর এতেই ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে।

এর আগে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচের রেকর্ডটি ছিল গেইলের দখলে। কলকাতার বিপক্ষে ম্যাচের পর সেটি নিজের করে নিয়েছেন ডি ভিলিয়ার্স। এখন পর্যন্ত ২২ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। গেইল ম্যাচসেরা হয়েছেন ২১ বার।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button