আন্তর্জাতিকজাতীয়সারা দেশ

বাংলাদেশ থেকে কৃষিশ্রমিক নেবে ইতালি

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

বাংলাদেশ থেকে বৈধ পথে কৃষি শ্রমিক নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে ইতালি সরকার। সোমবার (১২ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আওয়ার বাংলাদেশ নিউস ২৪ কে এ তথ্য জানিয়েছেন। এর ফলে এই কর্মসূচিতে বাংলাদেশি নাগরিকদের কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো।

পররাষ্ট্রমন্ত্রী জানান, এর আগে ইতালি সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধের প্রতি সম্মান জানিয়ে ইতালি সরকার এই কর্মসূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে বলে জানান তিনি।

এরআগে বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি চুক্তির আওতায় প্রায় ১৮ হাজার বাংলাদেশি সে দেশে যান। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত আসেন ১০০ এর কম শ্রমিক। এ কারণে ২০১২ সালে এই সুবিধা বন্ধ করে দিয়েছিল ইতালি।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button