
হৃদরোগে আক্রান্ত হয়ে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছের চিকিৎসকরা।
মঙ্গলবার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে ভর্তি করা হয়।
বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বেলা ১টার দিকে রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ল্যাবএইডে নেওয়া হয়।ডক্টরস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ওনার হার্ট এটাক করেছে। এখন তার অবস্থা ক্রিটিক্যাল, কিছুই বলা যাচ্ছে না। নিবিড় অবজারভেশনে রাখা হয়েছে তাকে।
হাসপাতালে অধ্যাপক সোহরাফ-উজ জামানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা হচ্ছে। বিকেলে তার চিকিতসার সর্বশেষ অবস্থা পর্যালোচনায় মেডিকেল বোর্ড বসবে।
অসুস্থ হওয়ার সময় রিজভী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন।
আওয়ার বাংলাদেশ নিউস ২৪