
রাজবাড়ি ও বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা ও বিক্রি করায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ (বুধবার) সকালে এসব অভিযান পরিচালনা করা হয়।
রাজবাড়ি সদরের বেলগাছি বাজারে সকালে অভিযান চালায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস। এ সময় ইলিশ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা ও ১০ কেজি মাছ জব্দ করা হয়।
এদিকে বরগুনার বিষখালী নদী থেকে সাড়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৪০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ।
প্রসঙ্গত প্রধান প্রজনন মৌসুমে ইলিশের উৎপাদন বাড়াতে আজ থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে নিয়মিত অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আওয়ার বাংলাদেশ নিউস ২৪