
ম্যাচের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। নিজেদের মাঠে প্রথম ৩০ মিনিট আধিপত্য বজায় রাখে বলিভিয়া। আক্রমণে ধার রেখে এগিয়েও যায় স্বাগতিকরা। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো অঘটন হয়নি। পিছিয়ে পড়েও বলিভিয়ার লা পাজ থেকে ১৫ বছর পর জয় পেল দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ঘরের মাঠ হার্নান্দো সাইলসে ম্যাচের শুরু থেকেই অবশ্য আধিপত্য ছিলো বলিভিয়ার। ২৪ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন মার্সেলো মোরেনো। এরপর ঘুরে দাড়ানোর চেষ্টা আর্জেন্টিনার।
এরপর নিজেদের গুছিয়ে নেয় আর্জেন্টিনা। খেলায় গতি বাড়িয়ে নিজেদের বদলে ফেলে অতিথিরা। আক্রমণে ধার বাড়িয়ে ম্যাচের ৪৫ মিনিটেই পেয়ে যায় গোল।বাঁ দিক থেকে ওকাম্পোসকে বল দিতে চেয়েছেন মার্টিনেস। মাঝপথে ঠেকিয়ে দেন কারাসকো। তার শট সফরকারী স্ট্রাইকারের পায়ে লেগে চলে যায় বলিভিয়ার জালে।
শেষ দিকে বদলি ফুটবলার জোয়াকুইন কোরেয়ার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আসরে এটি টানা দ্বিতীয় জয় স্কালোনি শিষ্যদের।
স্পোর্টস নিউস
আওয়ার বাংলাদেশ নিউস ২৪