
আগামীকাল শুক্রবার অর্ধেক আসনে বসার শর্তে খুলে দেওয়া হচ্ছে সিনেমা হল। এছাড়া সিনেমা হল কর্তৃপক্ষকে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে সিনেমা হল খোলার দিনেই মুক্তি পাচ্ছে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘সাহসী হিরো আলম’।
বুধবার তথ্য মন্ত্রণালয়ের জারি করা এক অফিস স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়েছে।সাহসী হিরো আলম
আগামীকাল প্রথম ছবি হিসেবে মুক্তি পাচ্ছে হিরো আলম প্রযোজিত ও অভিনীত ছবি ‘সাহসী হিরো আলম’। দেশের প্রায় অর্ধশত হলে এটি মুক্তি পাচ্ছে বলে জানান হিরো আলম।
সিনেমা মুক্তির বিষয়ে হিরো আলম আওয়ার বাংলাদেশ নিউস ২৪কে বলেন, আনন্দ, চিত্রা মহল, জিঞ্জিরাসহ দেশের প্রায় অর্ধশতাধিক সিনেমা হলে সাহসী হিরো আলম মুক্তি পাবে। এই পর্যন্ত ৪০ টি হল চূড়ান্ত হয়েছে, আগামীকালের মধ্যে অর্ধশতাধিক পেরিয়ে যাবে।
হিরো আলম আরও বলেন, ‘এই সময়ে অনেকেই ছবি মুক্তি দিতে ভয় পাচ্ছে। আমাকেও অনেকে বারণ করেছিল, এখন ছবি মুক্তি না দিতে। কিন্তু আমার বিশ্বাস আমার ভক্ত-দর্শকরা ছবিটি দেখতে হলে আসবেই। আর সেই আশার জায়গা থেকেই ছবিটি মুক্তি দিচ্ছি। আশা করি, ছবিটি দেখে কেউ নিরাশ হবেন না।
ছবি গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পে আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না। তাই ছবির নামও রেখেছি সাহসী হিরো আলম।’
এতে তার বিপরীতে অভিনয় করেছেন তিনজন নায়িকা। এরা হলেন- সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। ছবিটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেত্রবাদী।
আওয়ার বাংলাদেশ নিউস ২৪