
বরিশালে যুবকের সাথে যৌন সম্পর্কের অভিযোগে এক আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ওই আইনজীবীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
তবে যুবকের সাথে যৌন সম্পর্ক করার অভিযোগ অস্বীকার করেন পুলিশের হেফাজতে থাকা আইনজীবী শামসুল হক। ওই আইনজীবীর অপরাধ প্রমাণিত হলে তার দায় সমিতি নেবে না বলে জানিয়েছে জেলা আইনজীবী সমিতির নেতারা। অভিযুক্ত শামসুল হক নগরীর মুসলিম গোরস্থান রোড এলাকার বাসিন্দা এবং জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জমি কেনা-বেচার সূত্র ধরে ৭ থেকে ৮ মাস আগে দু’জনের পরিচয় হয়। ঘনিষ্ঠতার এক পর্যায়ে তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির সাথে জোরপূর্বক যৌনসম্পর্ক করেন আইনজীবী সামসুল হক।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফজলুল হক জানান, ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, আইনজীবী সামসুল হককে আদালতে সোপর্দ করা হলে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক মারুফ আহমেদ অভিযুক্ত আইনজীবীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আওয়ার বাংলাদেশ নিউস ২৪