সবসারা দেশ

বাংলাদেশি মোবাইল নম্বরের শুরুতে শূন্য কেন ?

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

বাংলাদেশের মোবাইল নম্বর শুরু হয় একটা শূন্য দিয়ে। কারণ, এই শূন্য হলো আন্তর্জাতিক টেলিকমিউনিকেশনের স্বীকৃত বাংলাদেশের ভেতরের মোবাইল কল সংকেত। যদি দেশের ভেতরের কাউকে ফোন করি, তাহলে এই শূন্য সংকেত থেকে টেলিকমিউনিকেশনস সিস্টেম বুঝে নেবে যে এই কলটি বাংলাদেশের ভেতরে যোগাযোগ করতে চায়।

যদি বাইরের কোন দেশ থেকে কল করতে হয়, তাহলে প্রথমে ০০৮৮ লিখে তারপর ০ নম্বর টিপতে হবে। কারণ ০০ অর্থ আন্তর্জাতিক কল, ৮৮ হলো বাংলাদেশ, তারপর ০ দিয়ে শুরু মানে মোবাইলে বাংলাদেশের ভেতরে কল যাবে।

বাংলাদেশের কোড হলো ৮৮০। যদি নম্বরটি ০১৫… তাহলে টেলিটক, আর ০১৭…… হলে সেটা হবে গ্রামীণফোন ,০১৯ হলে বাংলালিংক ইত্যাদি।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button