
বিশ্বে করোনায় মোট প্রাণহানি ১১ লাখ ২ হাজার ৯২৬। একদিনে মৃত্যু হয়েছে ৬ হাজারের বেশি। নতুন রোগী শনাক্ত ৪ লাখ। এ পর্যন্ত বিশ্বে মোট সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৯১ লাখের বেশি।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে প্রাণ গেছে সাড়ে ৮শ মানুষের। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মোট মৃতের সংখ্যা ছাড়ালো ২ লাখ ২২ হাজার। নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৫ হাজারের বেশি। ৩১ সে অক্টোবর পর্যন্ত কড়াকড়ির মেয়াদ বাড়িয়েছে জর্জিয়ার গভর্নর। অন্যদিকে নতুন এক মডেল অনুযায়ী ফেব্রুয়ারী পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানি প্রায় ৪ লাখে পৌঁছানোর আশঙ্কা করছে গবেষকরা।
ভারতে একদিনে প্রাণহানি হয়েছে ৮৩৩ জনের। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি ২ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। দেশটিতে নতুন করে ভাইরাস মিলেছে ৬০ হাজারের বেশি মানুষের দেহে।
অন্যদিকে দ্বিতীয় ধাপের সংক্রমণ রুখতে শনিবার থেকে রাজধানী পারিসসহ আরও ৯ টি শহরে কারফিউ জারি করতে যাচ্ছে সরকার। যেখানে রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জারি থাকবে এই লকডাউন।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
আওয়ার বাংলাদেশ নিউস ২৪