বি‌নোদন

ক্ষুদে বার্তা মাহির পিঠে

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

পাসপোর্টজনিত সমস্যার কারণে মালদ্বীপ যাওয়া হলো না মাহিয়া মাহির। তাই বলে মন খারাপ করে বসে নেই এই নায়িকা। নিজের পিঠে ক্ষুদে বার্তা লিখে ছেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম।

শনিবার (১৭ অক্টোবর) মাহি ফেসবুকে তিনটি ছবি আপলোড করেন দেন। ছবিতে দেখা যাচ্ছে তিনি পিঠের মধ্যে লাল রঙে লিখেছেন, ‘ইউ আর এভরিহোয়ার’ যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় ‘তুমি আছো সর্বত্র।’

মাহির এমন স্ট্যাটাসে তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায় । ভক্ত-অনুরাগীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে, কাকে উদ্দেশ্য করে এ কথা লিখছেন মাহি? কিংবা নতুন প্রেমে পড়েছেন কি? আর কাকে এতটা মিস করছেন তিনি? সেই প্রশ্নও জমেছে ভক্তদের মনে।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button