
কিছু কিছু সবজির দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা কমলেও, প্রায় সব ধরনের সবজির দামই বেশি। কার্যকর হয়নি আলুর বেধে দেয়া দাম। কমেনি পেয়াজের ঝাঁজও। ফলে সপ্তাহের বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠছে মানুষের।
রাজধানীর বাজার ঘুরে দেখা যায় সব সবজির দামই স্বাভাবিকের তুলনায় কেজিপ্রতি ২০-৩০ টাকা বেশি। পেঁপে, করলা, বরবটি, ঢেড়শের মতো সবজিগুলো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে। সালাদ জাতীয় সবজির দাম এখনও তুলনামূলক বেশি।
এদিকে আলু আজও বিক্রি হচ্ছে ৪৫ টাকা দরে।ব্যবসায়ীরা বলছেন, আড়তে দাম না কমার কারণে তাদের বেশী দামে কিনতে হচ্ছে এবং বিক্রি করতে হচ্ছে।
আওয়ার বাংলাদেশ নিউস ২৪