খেলাধুলাবি‌নোদন

শুভমান গিলের স্ত্রী শচিনকন্যা সারা!

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

কয়েক দিন আগের ঘটনা। আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের স্ত্রী নাকি বিরাট কোহলির ঘরনি আনুশকা শর্মা! গুগল সার্চে এমন অবাক করা তথ্য ঘিরে শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়।

সেই গুগল সার্চ বলছে, কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটার শুভমান গিলের স্ত্রী’ নাকি শচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার!শচিন টেন্ডুলকরের মেয়ে সারা নাকি শুভমান গিলের প্রেমে মজেছেন! সারার একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এ জল্পনা তুঙ্গে। যা নেট দুনিয়ায় ভাইরাল।

গত ২৩ সেপ্টেম্বর কলকাতা বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ে সময় শুভমান গিলের একটি বল বাঁচানোর ছবি পোস্ট করেছিলেন সারা। সঙ্গে লাভ ইমোজিতে ভর্তি। এরপরই জল্পনার শুরু। নেটিজেনরা বলছেন, সারা এবং শুভমানের মধ্যে কিছু না কিছু তো একটা চলছে।

শুভমান-সারা এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি। তবে শুভমান গিলের সঙ্গে সারা টেন্ডুলকরের নাম জড়িয়েছে। গুগল সার্চেও ‘শুভমান গিল ওয়াইফ’- লিখলে ফুটে উঠছে সারা টেন্ডুলকারের নাম।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button