আন্তর্জাতিকস্বাস্থ্য

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ছাড়ালো

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে ৪ কোটি ছাড়ালো করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা। শনিবারও তিন লাখ ৭২ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়। সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যুতে, বিশ্বে মোট প্রাণহানি সোয়া ১১ লাখের ওপর।

কয়েকদিন বিরতির পর আবারও সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ভারত। এক হাজারের বেশি মানুষের মৃত্যুতে মোট প্রাণহানি ছাড়ালো এক লাখ ১৪ হাজার। মোট আক্রান্ত ৭৫ লাখের মতো।

এদিকে, ৬৩৮ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের প্রাণহানি ২ লাখ ২৪ হাজারের বেশি। সংক্রমিত পৌনে ৮৩ লাখের কাছাকাছি। ব্রাজিলে শনিবারও ৪৬১ জনের মৃত্যু হয়েছে কোভিড নাইনটিনে। সংক্রমণ ঊর্ধ্বমুখী ইউরোপের নানা দেশে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button