
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শোভারামপুর গ্রামে এক তরুণীকে ৫ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেছে বাছির (১৯) নামে এক যুবক। এছাড়াও ওই তরুণীকে মারধর করে মাথার চুল কেটে দিয়েছে তার মা শিল্পী বেগম, নানা লিয়াকত আলী ও বাছিরের লোকজন।
এ ঘটনায় ওই তরুণী চারজনের নামে বুড়িচং থানায় একটি মামলা করেছেন। নির্যাতিতা ওই তরুণী বর্তমানে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
এ ঘটনায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
কুমিল্লা প্রতিনিধি :
আওয়ার বাংলাদেশ নিউস ২৪