ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জয়ী হলে মার্কিন অর্থনীতিতে ধস নামবে : ডোনাল্ড ট্রাম্প
বার্তা সম্পাদক : মেহেদী হাসান

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে, বাইডেন জয়ী হলে ধস নামবে মার্কিন অর্থনীতিতে। সুইংস্টেটখ্যাত মিশিগানে নির্বাচনি প্রচারণায় এমন অভিযোগ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
শনিবার মিশিগান ও উইসকনসিনে প্রচারণা চালান প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় রোববার নেভাদা এবং সোমবার অ্যারিজোনায় প্রচারণায় নামবেন তিনি।
মিশিগানে প্রচারণায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জানান, জয়ী হলে বর্ণবৈষম্য রোধ এবং অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিতে কাজ করবেন তিনি। বলেন, এ দেশের জন্য গভীর ভালোবাসা রয়েছে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের।
তিনি আরও জানান, লাখো আমেরিকানকে স্বাস্থ্য বীমা সুবিধা বঞ্চিত করেছেন ট্রাম্প। কেবল জাতীয় জরিপই নয় ব্যাটলগ্রাউন্ড জনমত জরিপেও ট্রাম্পের চেয়ে এগিয়ে জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৭২ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ভোট পেতে পারেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেতে পারে মাত্র ২২ শতাংশ ভোট। ইন্ডিয়ান আমেরিকান অ্যাটিটিউড সার্ভে নামে একটি সংস্থার জরিপে এমন তথ্য উঠে এসেছে।
সংস্থাটি বলছে, সেপ্টেম্বরের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত এই জরিপ চালানো হয়। ভোটের সময় ঘনিয়ে এলে সমর্থনের হারও বদলে যেতে পারে। তবে সিংহভাগ ভারতীয়-মার্কিন নাগরিক যে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেবেন এ ব্যাপারে তাদের কোনও সংশয় নেই বলে জানায় আইএইএস।
আওয়ার বাংলাদেশ নিউস ২৪