
সরকার নির্ধারিত দামে আলু বিক্রি সম্ভব নয়, কারণ হিমাগার থেকে কিনতে হয়েছে বাড়তি দামে। এমন অজুহাতে রাজধানীর পাইকারি বাজারে আলু বিক্রিই বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।আলু বিক্রি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে;ক্রেতারা সরকার নির্ধারিত দামে আলু বিক্রির দাবি জানিয়েছেন,ক্রেতারা।
সরকারের বেঁধে দেয়া দাম ও ভ্রাম্যমান আদালতের জরিমানার প্রতিবাদে গতকাল আলু বিক্রি বন্ধ রাখেন কারওয়ান বাজারের আড়ৎদাররা। মোকাম থেকে কারওয়ান বাজারে আলু না আসায় ও ভ্রাম্যমান আদালতের কারণ দেখিয়ে সোমবার সকাল থেকে বিক্রি বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
পরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। এসময় দ্রুত সংকট সমাধানের আশ্বাস দেয়া হয়।এ বছর আলুর উৎপাদন ২০ ভাগ কম হয়েছে। এতে করে কিছুটা ঘাটতি থাকায় আলুর দাম বেড়েছে বলেও জানান ব্যবসায়ীরা।
আওয়ার বাংলাদেশ নিউস ২৪