
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্য সংকটের কারণে বিঘ্নিত হচ্ছে ফেরি চলাচল। এতে করে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। এতে চরম বিপাকে পড়েছেন পূজা উপলক্ষে ঘরফেরা মানুষসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহনের শ্রমিকরা।
সোমবার (১৯ অক্টোবর) থেকে নাব্য সংকটের কারণে ৩ ও ৪ নং ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।উভয় ঘাট এলাকায় সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে ঘাট সংকটে দীর্ঘ সময় লাগছে ফেরি নোঙর করতে। দীর্ঘ সময় ঘাট না পেয়ে ঘাটের সামনে ফেরি অপেক্ষায় থাকতে হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৯টি ফেরির মধ্যে ১৭টি ফেরি চলাচল করছে।
আওয়ার বাংলাদেশ নিউস ২৪