আন্তর্জাতিক

আটক চীনা সৈন্যকে ফেরত দিয়েছে ভারত

বার্তা সম্পাদক : মেহেদী হাসান

শেয়ার করুনঃ

বিরোধপূর্ণ লাদাখের ডেমচক সেক্টরে আটক হওয়া চীনা সৈন্যকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গত রোববার ওই সৈন্য প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছিল।

চীনের সামরিক বাহিনীর সংবাদপত্র পিপল’স লিবারেশন আর্মি ডেইলির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।বুধবার সকালে তাকে চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

চীনা এই সৈন্যকে লাদাখের চুমার-ডেমচক এলাকা থেকে আটক করা হয়েছে এবং তাকে কর্পোরাল ওয়াং ইয়া লং বলে শনাক্ত করা হয়েছে, সোমবার এমনটি জানিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।

ওই সৈন্যকে মঙ্গলবার রাতে ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। চীনের গণমুক্তি ফৌজের কাছে হস্তান্তরের আগে ইয়া লংকে ভারতের চীন বিষয়ক বিশেষজ্ঞরা জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানিয়েছে তারা।

এর আগে গত সেপ্টেম্বরে ভারতীয় পাঁচ নাগরিক অরুণাচল সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে চীনা ভূখণ্ডে ঢুকে পড়ে।প্রথমে তাদেরকে গুপ্তচর দাবি করলেও পরে ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বলে জানায় চীন। কয়েকদিন পর তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button