সারা দেশ

যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষকক গ্রেপ্তার:চট্টগ্রাম

স্টাফ রিপোর্টার : আকতার হোসাইন

শেয়ার করুনঃ

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া এলাকার মাদ্রাসাশিক্ষক নাসির উদ্দিনকে (৩৫) সোমবার রাতে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি আনোয়ার হোসেন শামীম বলেন, ওই শিক্ষক মাদ্রাসার হোস্টেলে থাকা শিশুদের বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতন চালাতেন। শিক্ষকের ভযে শিক্ষার্থীরা কোন অভিযোগ করেনি।

সম্প্রতি চারজন শিশুর অভিভাবক রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেন। তাদের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে মাদ্রাসায় অভিযান চালিয়ে নাসিরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা শামীম বলেন,ওই শিক্ষক দীর্ঘদিন দরে মাদ্রাসার হোস্টেলে এ অপকর্ম করতেন বলে আমরা জানতে পেরেছি। ছেলে শিশুদের ব্যাপারে তার আসক্তি থেকে এ ধরনের ঘটনা ঘটাতেন।

কোনো শিশু শিক্ষার্থী তার অপকর্মে রাজি না হলে তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হত।শিক্ষার্থীদের যৌন নিপীড়নের কথা নাসির স্বীকার করেছেন বলে জানান এএসপি শামীম।নাসিরকে আদালতের মাধ্যমে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে মঙ্গলবার। আদালতেও তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

আওয়ার বাংলাদেশ নিউস ২৪


শেয়ার করুনঃ
Show More

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button