
আজ ২২-১০-২০২০ ইং সকাল ১১ ঘটিকার সময় মহাদেবপুর বাস স্টেশনের সামনে মুজিব বর্ষের শপথ,সড়ক করবো নিরাপদ,সড়ক দিবস – ২০২০ পালন করেন বাসুদেব সিনহা,অফিসার ইনচার্জ বরংগাইল হাইওয়ে ফাড়ি ও বিভিন্ন কর্মজীবী জনগন।
এ সময় বাসুদেব সিনহা বলেন, হাইওয়ে রাস্তায় ৩ চাকার যানবাহন চলাচল করা যাবে না,যদি কেও এই আইনের অমান্য করেন, তাহলে তাকে ২৫০০০ টাকা জরিমানা করা হবে। জনগনের উদ্দেশ্য করে বলেন, আপানারা রাস্তায় চলাচলের সময় দু-দিকের গাড়ি দেখে পথ পারাপার হবেন। আপনার একটু অসচেতনতার কারনে, আপনার পরিবারে অনেক ক্ষতি বয়ে আনতে পারে। আমরা সর্বদা আপনাদের পাশে আছি,আপনারা আমাদের পাশে থাকবেন। সে আরো বলেন এই সরকারের উন্নয়নের লক্ষ্যে, আমরা সকলেই এই সড়ক নিরাপদ রাখিবো।
প্রচারেঃ হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজিয়ন,গাজীপুর।