
জুতা খুললেই ছড়িয়ে পড়ছে বাজে এক ধরনের গন্ধ? এটি আপনার মোজার গন্ধ। পা ঘেমে এ ধরনের ভ্যাপসা ও বিশ্রী গন্ধ বের হয়। জেনে নিন কীভাবে দূর করবেন মোজার গন্ধ।
1.জুতা বা মোজা পায়ে দেয়ার আগে পা ভালো করে শুকিয়ে নিন।
2.লেবুর রস বা দম দেয়া ঠাণ্ডা কালো চা পানিতে মিশিয়ে সে পানিতে কয়েক মিনিট পা ভিজিয়ে রাখলে লেবুর রস বা চায়ের অ্যাসিড জীবাণু নষ্ট করবে।
3.সপ্তাহে দুইদিন পানির সঙ্গে আপেল সিডার ভিনেগার মিশিয়ে পা ডুবিয়ে রাখুন না। এটি পায়ের অতিরিক্ত ঘাম কমাবে।
4.একই মোজা বেশি দিন ব্যবহার করবেন না। এক মোজা দুইদিন পরার পর ধুয়ে দিন।
5.জুতাগুলোকে মাঝে মধ্যে রোদে দিন। মোজাও শুকাবেন কড়া রোদে।
6.জুতার ভিতর পাউডার দিয়ে ভালো করে কাপড় দিয়ে মুছে নিন সপ্তাহে একবার।
7.সুতি মোজা ব্যবহার করুন।
8.মোজা পরার আগে পায়ে সামান্য পাউডার ঘষে নিন। ডিওডোরেন্ট লাগালেও কাজ হবে।
আওয়ার বাংলাদেশ নিউস ২৪